জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সম্ভব নয়
প্রকাশিত : ১৩:১৬, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৫:০০, ১ জুন ২০১৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সম্ভব নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
সকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। একাডেমিক কাজ শুরু করতে শিগগিরই উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। এদিকে উপাচার্যের বাসভবন ভাংচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনো উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের করা মামলায় রোববার ১২ ছাত্রীসহ প্রেফতার ৪৩ শিক্ষার্থীর জামিন দেয় আদালত।
আরও পড়ুন