ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে মানবব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ৪ জুন ২০১৭ | আপডেট: ১২:০৭, ৫ জুলাই ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে দ্রুত শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পুনর্গঠন, আন্দোলনকারীদের উপর হামলাকারীদের বিচার, প্রক্টরের জবাবদিহিতা, অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি তোলা হয়। দাবি মানা না হলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গেলো ২৬মে দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি