ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাবিতে ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা)আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,  ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ অক্টোবর ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), ২ ও ৩ অক্টোবর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ৩ অক্টোবর ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ৪ অক্টোবর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ৮ অক্টোবর ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ)’ ৯ অক্টোবর ‘সি-১’ (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত) ও ‘এফ’ ইউনিট(আইন অনুষদ) এবং ১০ অক্টোবর ‘জি’ ইউনিট (আইবিএ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, এবারের ভর্তি পরীক্ষায় ১৮৮৯ আসনের বিপরীতে ৩,২২,৯৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে। ফলে এবারের জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ১৭১ জন।

ভর্তি পরীক্ষার তথ্য www.ju-admission.org থেকে জানা যাবে।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি