ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জাবিতে ‘সংস্কৃতি, ক্ষমতা ও ইতিহাস’ শীর্ষক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৪, ১০ সেপ্টেম্বর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগ আয়োজন করছে ‘সংস্কৃতি, ক্ষমতা ও ইতিহাস’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সেমিনার। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সেমিনারের আহবায়ক ও নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক সেমিনার-২০১৮ আয়োজন করেছে নৃবিজ্ঞান বিভাগ। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এবারের সেমিনারের মূল আলোচ্য বিষয় দেশের বিভিন্ন অঞ্চলের ‘সংস্কৃতি, ক্ষমতা ও ইতিহাস’। সেমিনারে চারটি সেশনে দেশের বিভিন্ন অঞ্চলের ‘সংস্কৃতি, ক্ষমতা ও ইতিহাস’ বিষয়ে ১৭টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
এতে দেশের ও দেশের বাহিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১৯জন শিক্ষক অংশগ্রহণ করবেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেমিনারে অংশগ্রহণ করবেন। সেমিনারটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইব্রাহিম খালেদ, প্রভাষক মো.মোসাব্বের হোসেন, মো. সাজ্জাদুল আলম প্রমুখ।
কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি