ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

জাবির আবাসিক হল খুলে দেয়া হবে ৮জুন, ক্লাস পরীক্ষা শুরু হবে ৯জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৭, ৩ জুন ২০১৭

আগামী ৮ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে এবং ৯ জুলাই থেকে নিয়মিত ক্লাস পরীক্ষা শুরু হবে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কারযালয়ে জরুরী সিন্ডিকেট সভা থেকে এই সিদ্ধান্ত প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে গতিরোধক নির্মাণসহ সিসিটিভি বসানোরও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও তাদের পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি