ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাবির ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিল ঘোষণা

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৮:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্যকোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সাথে জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন করায় আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, গত এক সপ্তাহ যাবত শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে আবেদন ও আন্দোলন করে আসছিলেন। যেহেতু বিষয়টির সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের স্বার্থ জড়িত, তাই তাদের সকলের সাথে আমাদের আলোচনা করতে হয়েছে বিধায় সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সময় লেগেছে। 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের পোষ্যকোটা বাতিলের বিশেষ চাহিদার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী নেতৃবৃন্দ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ওপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বস্তর থেকে বক্তব্যগুলো কেন্দ্রীয় পরীক্ষা কমিটির জরুরি সভায় উপস্থাপন করেছি। উক্ত কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পোষ্যকোটায় ভর্তি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসময় পোষ্যকোটা বাতিলের এ সিদ্ধান্তকে মুহুর্মুহু করতালি ও স্লোগানের মধ্য দিয়ে স্বাগত জানান উপস্থিত শিক্ষার্থীরা।  

এর আগে, পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। পোষ্যকোটা বাতিলের দাবিতে গত রবিবার ও সোমবার (২,৩ ফেব্রুয়ারী) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকজন শিক্ষার্থী গণঅনশন পালন করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীদের অনশনের মুখে পোষ্যকোটা সংস্কার করা হলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

এ ঘটনায় পরে পর দুপুর পৌনে ২টার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করে বিভিন্ন হল, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা মেরে কর্মকর্তা-কর্মচারীদের অবরোধ করে রাখেন।

উদ্ভূত পরিস্থিতিতে বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাত সোয়া ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি