ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জাবি’র সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে মারধর, হাসপাতালে মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীমকে কয়েকজন শিক্ষার্থী দেখতে পেয়ে মারধর করেন। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত অবস্থায় শামীমকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও শামীমের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি