জাবির সামনে ২শিক্ষার্থীর মৃত্যু,তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৩৯, ৩ জুন ২০১৭ | আপডেট: ১০:৫২, ৪ জুন ২০১৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন তারা। বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা-মামলাসহ বর্তমান পরিস্থিতির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান ছাত্ররা।
আরও পড়ুন