ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাবির ২ শিক্ষার্থীর মৃত্যু, আন্দোলনকারী ৪২ শিক্ষার্থী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৮ মে ২০১৭ | আপডেট: ১১:৫৪, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে উপাচার্যের বাসভবন ভাঙচুর মামলায় আন্দোলনকারী ৪২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গেলো রাতে অর্ধশত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। স্থগিত করা হয় একাধিক বিভাগে চলা ফাইনাল পরীক্ষাও। শনিবার গভীর রাতে উপাচার্যের বাসভবনে জরুরী সিন্ডিকেট মিটিংয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. আমির হোসেন। এরইমধ্যে হল ছেড়েছে সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি