ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামা মসজিদে যেতে রাহুল-প্রিয়াঙ্কাকে মোদী সরকারের বাধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ৪ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। এই ঘটনার পর সম্ভলের ওই এলাকায় যাচ্ছিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তবে পুলিশের বাধার মুখে তারা সেখানে যেতে পারেননি। 

এই ঘটনায় দিনভর দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে অচল হয়ে পড়ে। দেখা দেয় ব্যাপক যানজট। সীমান্তে কয়েক ঘণ্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) স্থানীয় গাজিপুর সীমানায় তাদের রাস্তায় তাদের বাধা দেয় পুলিশ। এ নিয়ে তর্ক-বিতর্কের মাঝে উত্তেজনাকর পরতিস্থিতি সৃষ্টি হলেও তাদের সেখানে যেতে দেয়া হয়নি।

দিল্লি থেকে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে সম্ভল রওনা হয়েছিলেন উত্তর প্রদেশের পাঁচ কংগ্রেস দলীয় সংসদ সদস্যও। তাদের আটকাতে অনুরোধ জানিয়েছিলেন জেলা শাসক রাজেন্দ্র পেনসিয়া। দিল্লির কাছের গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদের পুলিশকে অনুরোধ করেছিলেন, কংগ্রেস নেতারা যাতে উত্তর প্রদেশে ঢুকতে না পারেন। একই অনুরোধ জানানো হয়েছিল আমরোহা ও বুলন্দশহর পুলিশকেও।

রাজ্য পুলিশের বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা। সম্ভলের জামা মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। তারপর থেকে সেখানে বাইরের কোনো রাজনীতিক নেতাকে যেতে দেয়া হচ্ছে না।

সম্ভলে ডেতে না পেরে উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এবং গাড়ির উপর উঠে সংবিধান হাতে অভিযোগ, আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছিলাম। পুলিশ আমাদের যেতে দিচ্ছে না। সংসদের বিরোধী দলনেতা হিসেবে এটা আমার দায়িত্ব। আমি সেখানে একাও যেতে রাজি, পুলিশ আমার সঙ্গে যাক সেখানে। তবে পুলিশ সেই কথাও শুনছে না। বিরোধী দলনেতা হিসেবে আমার অধিকার এতে খর্ব হচ্ছে। আমার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা শুধু সম্ভলে গিয়ে দেখতে চাই সেখানে কী হচ্ছে। এটাই নয়া ভারত! এই ভারতে সংবিধানকে শেষ করে দেয়া হবে। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।

প্রসঙ্গত, ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে একটি শাহী জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদের স্থানে আগে মন্দির ছিল- এমন দাবি তুলে আদালতের দারস্থ হয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী বেশ কয়েকজন ব্যক্তি। এরপর আদালত সেখানে জরিপ চালানোর নির্দেশ দেন।

এ নিয়ে সম্প্রতি ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে পাঁচ মুসলিম তরুণকে গুলি করে হত্যা করে পুলিশ। এমন পরিস্থিতির মধ্যেই সম্ভলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধার মুখে পড়লেন রাহুল-প্রিয়াঙ্কা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি