ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠক করেন তারা। 

বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথচলা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার সারা কুকে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রসঙ্গে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন।

এ সময় দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সারাহ কুকের সঙ্গে ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি