ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুরসহ আটক ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ও রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারী সিদ্দিক হোসাইনসহ ১০ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী মহানগরীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন গণমাধ্যমকে জানান, হেতেম খাঁ এলাকায় গোপন বৈঠককালে জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকে গ্রেফতার করা হয়।
গত বছরের ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
পরদিন অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও এটিএম মাসুমকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়। অধ্যাপক মুজিবুর রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য।
আটক ব্যক্তিদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি