ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জামায়েতের সঙ্গে বিএনপির সম্পর্ক কি হবে তা নিয়ে আলোচনার অবকাস নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৪ মে ২০১৭

২০৩০ সালে জামায়েতের সঙ্গে বিএনপির সম্পর্ক কি হবে তা নিয়ে আলোচনার কোন অবকাস নেই বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভিশন ২০৩০ শীর্ষক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ২০ দলের সঙ্গে বিএনপির জোট হয়েছে সরকারের স্বৈরাচারি কাজের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তাই বিএনপির ভিশনে জামায়েতের প্রসঙ্গ থাকা গুরত্বিপূর্ন নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপির ভিশন নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে গঠনমূলক সমালোচনা আসা করেছিলেন বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি