ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামিন পেয়েও বিপাকে আল্লু অর্জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ২০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

অন্তর্বর্তী জামিন পেয়েও বেশ বিপাকেই আছেন আল্লু অর্জুন। এবার মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনও ভাবেই এড়াতে পারেন না আল্লু।

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীরে পদপিষ্ট হওয়ার ঘটনায় সম্প্রতি এক রাত জেলও খাটতে হয়েছে আল্লু অর্জুনকে। এখন অন্তর্বর্তী জামিনে আছেন অভিনেতা। সিনেপর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও, বাস্তবে শেষমেষ পুলিশ, আইনের কাছে মাথা নিচু করতেই হল ‘পুষ্পা’র নায়ককে।

এদিকে বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। রোজই বাড়ছে তার আয়ের অঙ্ক। মুক্তি পেতে না পেতেই একের পর এক রেকর্ড ভাঙছে ছবিটি।

চলতি বছরের বহু প্রতীক্ষিত ছবি `পুষ্পা ২’। আল্লুকেও পুষ্পারাজ হিসেবে ফিরে পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা। প্রেক্ষাগৃহ উপচে পড়ছে সিনেপ্রেমীদের ভিড়ে। বক্স অফিসে কার্যত অপ্রতিরোধ্য `পুষ্পা ২’। বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবিকে ইতিমধ্যেই ব্যবসার নিরিখে ছাপিয়ে গিয়েছে এই ছবি। আন্তর্জাতিক বক্স অফিসেও ধামাকা করছে আল্লুর ছবি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি