ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মান শিবিরে থমথমে পরিবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে জার্মানির অবস্থা অনেকটা আর্জেন্টিনার মতোই। বলা ভাল, আর্জেন্টিনার থেকেও বেশি চাপে রয়েছে তারা। অথচ এমনটা হওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। রাশিয়ায় বিশ্বকাপ অভিযানের শুরুটা জার্মানি এত খারাপভাবে শুরু করবে সেটা আন্দাজ করা কঠিন ছিল।

মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে হারের পর জার্মান শিবিরে এখন থমথমে পরিবেশ। আজ শরিবার রাতে সুইডেনের মুখোমুখি হবে জোয়াকিম লোর দল। মরণ-বাঁচন ম্যাচ। হারলে এবারের বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে যাবে জার্মানি। শেষ ষোলয় খেলার জন্য তখন জার্মানদের আবার তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-দক্ষিণ কোরিয়ায় ম্যাচের দিকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানি শিবির আরও একটা কারণে চাপে। সেন্টার ব্যাক ম্যাটস হামেলস এই ম্যাচে খেলতে পারবেন না। আগের ম্যাচে ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। জার্মান কোচ লো বলছিলেন, ওর চোট পুরোপুরি সারেনি। তাই হামেলকে খেলানোর ঝুঁকি নিতে চাই না। চেলসিতে খেলা অ্যান্টোনিও রুডিগার সুইডেনের বিরুদ্ধে হামেলসের বদলি হতে পারেন।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি