ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জার্মানিকে হারিয়ে সেমি-ফাইনালে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৩ অক্টোবর ২০১৭

 

ঘরের মাঠে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বড়দের এই হারের কিছুটা হলেও প্রতিশোধ নিতে পেরেছে ব্রাজিল অনুর্ধ্ব-১৭ দল। ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি অনুর্ধ্ব-১৭ দলকে ২-১ গোলে হারিয়েছে জুনিয়র সেলেসাওরা। আর এ জয়ের ফলে জার্মানিকে বিদায় করে দিয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠে গেছে  ব্রাজিল।

কলকাতার যুব ভারতীতে শুরুটা অবশ্য ভালো ছিলো না ব্রাজিলের। ২১ মিনিটেই এগিয়ে যায় জার্মানি অনুর্ধ্ব-১৭ দল। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরেছে ব্রাজিল। প্রথম গোল পেতে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছে ৭১ মিনিট। ব্রাজিলের হয়ে প্রথম গোলটা করেন ওয়েবারসন। এর ৬ মিনিট পরই গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পওলিনহো। ছয় মিনিটে ঝড়েই উড়ে যায় জার্মানি জুনিয়র ফুটবল দল।

সূত্র : গোলডটকম

/ এমআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি