ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

জার্মানিতে ঘাতক শুঁয়োপোকার কারণে স্কুল-পার্ক বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ১৮ জুন ২০১৮

ওক গাছে বাস করা ঘাতক শুঁয়োপোকায় ছেয়ে গেছে জার্মানি৷ এদের লোমগুলো শরীরে .ব্যাশ ও শ্বাসকষ্টের কারণ হতে পারে৷ জলবায়ু পরিবর্তনে কারণেই এই উপদ্রব বলে ধারণা করা হচ্ছে৷

ওক গাছ থেকে শুঁয়োপোকাগুলো ছড়িয়ে পড়ার কারণে গেল কয়েক সপ্তাহে জার্মানি জুড়ে অনেকগুলো প্রি-স্কুল, সাঁতারের লেক ও পুল বন্ধ করে দেওয়া হয়৷ রাইনিশে পোস্ট পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কোলন শহরের ২৫০টি ওক গাছের সত্তর ভাগই এই শুঁয়োপোকাগুলোর উৎস৷

নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার অন্য শহরগুলো ও পশ্চিম ব্যাভারিয়াতেও তা ছড়িয়ে পড়েছে৷  এ সব অঞ্চলে গাছগুলোকে বেড়া দিয়ে রাখা হয়েছে৷ এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক এবং স্কুলের মাঠগুলো৷

 ‘এত খারাপ অবস্থা কখনো হয়নি৷` রাইনিশে পোস্টকে বলেন একটি ওলফগাঙ আউলেয়ার নামে পেস্ট কন্ট্রোল কোম্পানির এক কর্মী৷

এই লার্ভাগুলোর লোমের কাঁটায় থাউমেটোপোয়েইন নামক এক ধরনের প্রোটিন থাকে, যা চামড়ায় .ব্যাশ তৈরি করে৷ আক্রান্ত স্থান ফুলে যেতে পারে এবং শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে৷ যাদের অ্যালার্জি ও অ্যাজমার সমস্যা আছে তাদের জন্য এর আক্রমণ খুবই বিপজ্জনক৷ এমনকি কোনো কোনো ক্ষেত্রে মৃত্যুও ডেকে আনতে পারে৷

পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র পেটার শ্যুৎস বলেন, ‘বৃদ্ধ, শিশু ও যাদের অ্যালার্জি আছে, তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি৷`

গত এপ্রিলের শেষে ব্রিটেনেও শুঁয়োপোকার উপদ্রব বেড়ে যায়৷ তখন ব্রিটিশ বন কমিশন একটি সতর্কতা জারি করে৷

শ্যুৎস আরও বলেন, ঠাণ্ডা পাহাড়ি এলাকার চাইতে তুলনামূলক উষ্ণ সমতলভূমি এলাকায় শুঁয়োপোকার উপদ্রব বেশি৷

ব্যাভারিয়ার বন বিভাগের প্রধান হুবার্ট মেসমেয়ার বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই লার্ভাগুলো লোয়ার ফ্রাংকোনিয়া অঞ্চল থেকে দক্ষিণ ব্যাভারিয়া অঞ্চলে ছড়িয়েছে৷

ওক গাছে শুঁয়োপোকাদের বাসাগুলো মাটি থেকে ২০ থেকে ৩০ মিটার ওপরে থাকে৷ দূরবীনের সাহায্যে এ সব বাসাগুলো খুঁজে তাদের বিশেষ পদ্ধতিতে ধ্বংস করা হচ্ছে৷

শুধু ওক গাছেই এই শুঁয়োপোকাদের দেখা যায়৷ মে মাস নাগাদ এদের দেখা মেলে এবং জুলাই ও সেপ্টেম্বরের মধ্যে এরা মথে রূপান্তরিত হয়৷

সূত্র: ডয়চে ভেলে

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি