ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানির বাদ পড়ার কারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

২০১৭ কনফেডারেশনস কাপে প্রায় তৃতীয় দল পাঠিয়েও শিরোপা জিতেছিল জার্মানি। তৃতীয় সারির দল পাটিয়েও জয় পাওয়ায় ভাবা হচ্ছিল রাশিয়া বিশ্বকাপে আর অন্য কোনো দলের দাবি নেই। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে মাঠ ছাড়বে লো বাহিনী। তবে বিশ্বকাপে একেবারে অচেনা জার্মানিকে দেখেছে গোটা বিশ্ব।

রাশিয়া বিশ্বকাপ জেতা হচ্ছে না জার্মানির। এই টুর্নামেন্ট জিতলেই যে পরের বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হয়! তবু জার্মানি প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে, এমনটাও ভাবতে পারেনি কেউ। এখন এর পেছনের কারণ খুঁজছে সবাই।

বয়স্ক দল কিংবা দল নির্বাচনে গোঁয়ার্তুমিকে কারণ হিসেবে দেখেছেন অনেকে। তবে জার্মান পত্রিকা ‘বিল্ড’দাবি করছে, অনলাইন গেম খেলতে গিয়েই নাকি ভরাডুবি হয়েছে জার্মানির। গ্রুপ ‘এফ’-এ তিন ম্যাচের দুটিতেই হেরেছে জার্মানি। অন্য ম্যাচেও জয় পেতে ৯৫ মিনিটে টনি ক্রুসের অসাধারণ এক গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে। বেশ কয়েকবার নাকি টিম হোটেলের ইন্টারনেট কানেকশনও বন্ধ করার ব্যবস্থা করেছিলেন লো।

মস্কো থেকে ১৬ কিলোমিটার দূরের এই স্থানে সময় কাটানোর কোনো উপায় খুঁজে পায়নি দল। তাই সবাই অনেক রাত পর্যন্ত অনলাইনে গেমস খেলাকেই বিনোদন হিসেবে বেছে নিয়েছিলেন। লো অবশ্য মোবাইল ব্যবহার বন্ধে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়েছিলেন। বিল্ডের ধারণা, এমন সব ঘটনাই দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি