ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানির সমর্থক আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১২ জুন ২০১৮ | আপডেট: ১১:৩১, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপের ঢেউ এসে লেগেছে ক্রিকেটারদের ঘরেও। রাশিয়া বিশ্বকাপে নিজের পছন্দের দলের নাম জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে সমর্থন করছেন না সাবেক এই অলরাউন্ডার। তিনি জার্মান দলের সমর্থক।

আফ্রিদি বলেন, জার্মানি আমার সব সময়ের পছন্দের দল। গত টুর্নামেন্টেও আমি এই দলের সমর্থন করেছি, এবারও করছি।

শনিবার টুইটারে একটি ছবি পোস্ট করে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তানের সাবেক এই মারকুটে ব্যাটসম্যান। তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আফ্রিদির মতোই দুহাত উঁচিয়ে উইকেট শিকার উদ্‌যাপন করছেন তারই মেয়ে। তবে যে দৃশ্যটা সবাইকে অবাক করেছে, সেটা হলো, আফ্রিদির মেয়ের পেছনে বসে আছে একটি সিংহ!

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি