জাল দলিল করার সাথে দলিল লেখকরাই জড়িত (ভিডিও)
প্রকাশিত : ১১:৫৫, ৬ জুলাই ২০১৯
ভূমি রেজিস্ট্রেশন অফিসগুলোতে মানুষের হয়রানির অভিযোগ নেহাত কম নয়। একজনের জমি অন্যের নামে লিখে দেয়া, ঘুষ, দলিল লেখকদের দৌরাত্ম্য, জাল দলিল তৈরিসহ আছে নানা অভিযোগ। জাল দলিল করার সাথে দলিল লেখকরাই জড়িত। কারো কারো সম্পদের পাড়ার গড়ার অভিযোগ রয়েছে। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
জাতীয় রাজস্বে বড় ভুমিকা রাখে ভুমি রেজিষ্ট্রেশন অফিস। গেলো পাচঁ বছরে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি রাষ্ট্রের কোষাগারে এসেছে এ খাত থেকে। স্বপ্নের ঠিকানা গড়তে মানুষকে যেতে হয় ভুমি রেজিস্ট্রেশন অফিসে। কিন্তু প্রতি পদে পদে হয়রানি ও দুর্ভোগের শিকার হন সেবা নিতে আসা মানুষেরা। দলিল লেখকদের যোগসাজসে মৃত ব্যক্তির নামেও দলিল করার অভিযোগ রয়েছে।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক যোবায়ের আহম্মদ। তার বিরুদ্ধে সমিতির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ। জাল দলিল তৈরীর অভিযোগও আছে। কয়েক বছর আগে বাড্ডার একটি জমি ভূয়া দাতা দিয়ে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মৃত্যু ব্যক্তির কাগজপত্র তৈরী করে তিনি জাল দলিল সম্পন্ন করেন বলে এজাহারে উল্লেখ আছে।
আরো জাল-জালিয়াতির প্রমাণও পাওয়া গেলেও অস্বীকার করেন তিনি।
এদিকে, জাল কাগজপত্র তৈরী করে বাসাবোর একটি বাড়ী দখল করে নিয়েছেন আর এক দলিল লেখক মফিজ উদ্দিন বাবুল। মুক্তিযোদ্ধা ইকবাল কবির ভুইয়া স্বাধীনতার পর এক পকিস্তানী নাগরিকের পরিত্যক্ত সম্পত্তি গণপূর্ত মন্ত্রনালয় থেকে কিনে নেন। কিন্তু একই জামির জাল দলিল তৈরী করে কিছু দিন আগে মুক্তিযোদ্ধা পরিবারটিকে উচ্ছেদ করেন এ প্রতারক।
তিনি এখন যে বাড়িটিতে আছেন সেটিও সরকারি পরিত্যক্ত সম্পত্তি। কাগজ তৈরী করে দখলে নিয়েছেন।
এখানেই শেষ নয় দলিল লেখক বাবুলের বিরুদ্ধে পাশের অন্য একটি বাড়ী দখল চেষ্টার অভিযোগও রয়েছে।
এসব বিষয়ের সন্তোষজনক কোন জবাব দিতে পারেনননি দলিল লেখক মফিজ উদ্দিন বাবুল।
শুধু দলিল লেখকই নয় বিভিন্ন অফিসে সাব রেজিস্ট্রারের সই জাল করে দলিল করার প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি ডেমরা অফিসে একদিনে ৬টি জাল দলিল তৈরী করেন দলিল লেখক সোহেল রানা পন্ডিতসহ এ অফিসেরই একটি চক্র।
তবে, এসব অনিয়মের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেণ নিবন্ধন মহাপরিকদর্শক এম এ মান্নান।
রেজিস্ট্রেশন অফিসগুলোতে যত দুনীতি, তার প্রধান মাধ্যম দলিল লেখকদের একাংশ। সঙ্গে যুক্ত অসাধু কিছু কর্মকর্তা কর্মচারি। এ বিভাগের সংকট কাটাতে দরকার আইন ও জনবলের সংস্কার।
আরআইবি//
আরও পড়ুন