ঢাকা, মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪

জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ১ অক্টোবর ২০২৪

জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে জাল নোট ছাপানোর সরঞ্জাদি, জাল টাকাসহ ওই চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। 

আজ মঙ্গলবার (১অক্টোবর) সকালে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল- রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আটককৃতরা হলো জেলার কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে আজিজুল হক (২০)  ও নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)। 

র‌্যাব জানায়, জাল নোট তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৫ হাজার ৯শ’ টাকার জাল নোট, নগদ টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ওই দুজনকে আটক করা হয়। 

আরও জানানো হয়, আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরি ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে নকল টাকা ঢুকিয়ে  আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে। 

এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানায়। 

গ্রেফতারকৃত আসামিদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি