ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জালালউদ্দিন রুমী’র ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত : ২২:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৯

শাহরিয়ার কবির নির্মিত মাওলানা জালালউদ্দিন রুমীর ওপর প্রামাণ্য চলচ্চিত্র ‘মিথাতস ড্রিম’ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সোমবার বিকাল সাড়ে চারটায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীর শুরুতে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তুরস্কের কবি, নাট্যকার, অভিনেতা ও সুফী গবেষক তারিক গুণেরসেল।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের ভারপ্রাপ্ত উপ-প্রধান এনিস ফারুক এরদেম, বাংলা একাডেমির মহা-পরিচালক হাবিবুল্লাহ সিরাজী, লেখক ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক, গবেষক ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি