ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

জালিয়াতি ও করফাঁকির অভিযোগে অভিযুক্ত হলেন নেইমার

প্রকাশিত : ১৫:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:২৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

জালিয়াতি ও করফাঁকি দেয়ার অভিযোগে অভিযুক্ত হলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ট্রান্সফারের জালিয়াতির অভিযোগে বার্সেলোনা স্ট্রাইকার নেইমারকে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি কোর্টে হাজির হতে হয়েছে। সান্তোস থেকে বার্সেলোনায় দলবদল করার সময় তার পারিশ্রমিক বিষয়ে তথ্য গোপন রাখেন ক্লাব বার্সা ও নেইমার। আর এই অভিযোগে ডিআইএস নামে একটি প্রতিষ্ঠান মামলা করেন নেইমার সহ বার্সা সভাপতি হসে বারতোমিউর বিরুদ্ধে। দলবদলের সময় তথ্য গোপন ও ১২.৭ মিলিয়ন উইরো কর ফাঁকি দিয়েছে তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি