ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

জাহাজ কোম্পানির সঙ্গে এখনও যোগাযোগ করেনি জলদস্যুরা

হাসান ফেরদৌস, চট্টগ্রাম থেকে

প্রকাশিত : ১৪:০৮, ১৬ মার্চ ২০২৪ | আপডেট: ১৪:৪৫, ১৬ মার্চ ২০২৪

জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ সোমালিয়া উপকূলের ৪ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। জলদস্যুরা এখনও জাহাজ মালিকদের সাথে যোগাযোগ করেনি। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বীমা ও জাহাজ মালিকদের সংস্থা ‘পিঅ্যান্ডআই ক্লাব’র মাধ্যমে জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যে নাবিকদের মুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। 

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী পতকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ আগের অবস্থান বদল করেছে। এখন জাহাজটি সোমালিয়া উপকূলের ৪ নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছে। 

জলদস্যুরা এখনও মালিকদের সাথে কোনো যোগাযোগ করেনি। নাবিকদের সাথেও মালিকপক্ষের যোগাযোগ সম্ভব হয়নি বলেও জানিয়েছে কে এস আর এম গ্রুপ। জাহাজ কর্তৃপক্ষ বলছে, নাবিকরা সুস্থ আছেন।  

এদিক, ভারত মহাসাগরে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহতে অবস্থানরত চার সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন জলদস্যুদের কবলে পড়া জাহাজ ও নাবিকদের  উদ্ধারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

জাহাজ ও জিম্মি বিষয়ে গণমাধ্যমকে আরও বেশি সতর্ক হয়ে খবর প্রকাশ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।  

গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি