ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জাহাজে খুন ৭ নাবিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। আজ পোস্ট মর্টেম শেষে নিহতের স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এর আগে সকাল থেকে নিহতদের কয়েকজনের আত্মীয়-স্বজন হাসপাতালে আসেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মো. কিবরিয়া (মাষ্টার), শেখ সবুজ (৩৫) লস্কর, নড়াইল জেলার মো. সালাউদ্দিন (৪০) ইঞ্জিন চালক, আমিনুল মুন্সী (৪০) সুকানি, মাগুরা জেলার মো. মাজেদুল (১৬) লস্কর, সজিবুল ইসলাম (২৬) লস্কর, মুন্সীগঞ্জের রানা (২০) বাবুর্চি। 

এ ঘটনা উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা প্রক্রিয়াধীন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু ডাকাতির সাথে সম্পৃক্ত নয় এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করার দাবি জানান তারা।

এর আগে গতকাল সোমবার বিকোলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙ্গর করা এমবি আল বাকেরা কার্গো জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে আরও ২ জন মৃত্যুবরণ করেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। 

নিহতদের প্রত্যেকে ওই জাহাজের শ্রমিক। ধারণা করা হচ্ছে, রোববার রাতে কে বা কারা নোঙর করা জাহাজটিতে এই হত্যাযজ্ঞ চালায়।

পুলিশ জানায়, ঘটনা উদঘাটনে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও সিআইডির সকল ইউনিট কাজ করছে। রহস্য উদঘাটন শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি