ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

জায়ানের মরদেহ দেখে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:৩১, ২৪ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৮:৫৭, ২৪ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত জায়ান চৌধুরীর (৮) মরদেহ দেখে রাজধানীর বনানীর শেখ সেলিমের বাসা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে শেখ সেলিমের বাসা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে ফুফাতো ভাই শেখ সেলিমের বাসায় আসেন তিনি। এসময় সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জায়ান চৌধুরীর মরদেহ দেখতে তার পরিবার, বাবা-দাদার সহকর্মী-স্বজন সবাই সেখানে আসেন। আত্মীয়স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েন।

বুধবার দুপুর ১.৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জায়ানের মরদেহ। এরপর সেখান থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বনানীর দুই নম্বর রোডের ৯ নম্বর বাসায় এসে পৌঁছায়।

মরদেহের সঙ্গে শেখ সেলিমের স্ত্রী, ছেলে এবং জায়ানের দুই ভাই এসেছেন। তবে আহত স্বামী অর্থাৎ জায়ানের বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে রয়ে গেছেন শেখ আমেনা সুলতানা সোনিয়া (জায়ানের মা)।

বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবরস্থানে জানাজা হবে।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত হন। হামলায় নিহত হয় জায়ান চৌধুরী। আট বছর বয়সী জায়ান উত্তরা রাজধানীর সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি