ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জি-২০ শীর্ষ সম্মেলনে জিনপিংয়ের না আসার খবরে হতাশ বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১২:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৩

ভারতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগদান না করার খবরে হতাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সোমবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট। এ সময় চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করার ইচ্ছার কথা প্রকাশ করেন বাইডেন। 

গত বছর ইন্দোনেশিয়ায় শীর্ষ সম্মেলনে দুই নেতার শেষ দেখা হয়েছিল। সে সময় জি-২০ সম্মেলনে উপস্থিত হতে ভারতে যাওয়ার কথা জানিয়েছিলেন শি জিনপিং। 

এর আগে গত বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চিনা প্রেসিডেন্টের ভারতে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সম্প্রতি চীনের নতুন মানচিত্রে ভারতের ২টি অঞ্চলকে নিজেদের বলে দাবি করা নিয়ে দিল্লি ও বেইজিংয়ের সম্পর্কে টানাপোড়েন চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি