জিআই পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না
প্রকাশিত : ১৭:৩৯, ১২ জুলাই ২০২৪
বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না স্বীকৃতি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না জিআই স্বীকৃতি পাওয়ায় জেলা প্রশাসন, মুকসুদপুর উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা এবং ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।
বর্তমানে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্রোঞ্জের গয়না বিক্রির জন্য একটি বাজার গড়ে উঠেছে। ক্রেতা-বিক্রেতারা এই বাজার থেকে গয়না কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।
চলতি বছরের ১২ মার্চ জলিরপাড়ের ব্রোঞ্জের গয়না জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তির জন্য শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়।
জেলা প্রশাসক মাহবুবুল আলম বলেন, “এই স্বীকৃতির মাধ্যমে জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের ব্রোঞ্জের গয়নার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এছাড়া ব্রোঞ্জের গয়না তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
“এতে ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে। এলাকার আর্থসামজিক অবস্থার উন্নয়ন ঘটবে,” -যোগ করেন তিনি।
কেআই//
আরও পড়ুন