ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

জিএসপি সুবিধা পুনর্বিবেচনা না করার আর কোন কারন দেখছেন না বানিজ্য মন্ত্রী

প্রকাশিত : ১৫:৪৮, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:১৬, ৩ মার্চ ২০১৬

মার্কিন বাজারে জিএসপি সুবিধা পুনর্বিবেচনা না করার আর কোন কারন দেখছেন না বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ক্রমবর্ধমান এ বানিজ্য জিএসপি সুবিধা পেলেও আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা তার। বৃহস্পতিবার রাজধানির একটি হোটেলে মার্কিন পন্যের প্রদর্শনী ইউএস ট্রেড শো’র উদ্বোধনি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। us tradeইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের তৈরি পোষাকের বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র । দেশটির বিভিন্ন কোম্পানির বড় বিনিয়োগও আছে বাংলাদেশে। প্রতিবছরই মার্কিন-বাংলাদেশ যৌথ চেম্বার আয়েজন করে থাকে তাদের পন্য ও সেবার প্রদর্শনি ইউএস ট্রেড শো। তবে এখন এতে মার্কিন প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিচ্ছে দেশের বানিজ্য অংশিদাররাও। এ বানিজ্যকে আরও এগিয়ে নেয়ার আশাবাদ মার্কিন রাষ্ট্রদূতের। আর তোফায়ের আহমেদ বলছেন, বানিজ্য এগিয়ে নিতেই টিকফা সই করেছে বাংলাদেশ। কিন্তু তা অর্থবহ করতে হলে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বানিজ্য এ অর্থবছর সাত’শ কোটি ডলার ছাড়াবে বলে আশা বানিজ্য মন্ত্রীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি