ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জিকা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা তুলে নিয়েছে ব্রাজিল সরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১২ মে ২০১৭ | আপডেট: ১৪:৪৮, ১২ মে ২০১৭

Ekushey Television Ltd.

জিকা ভাইরাস নিয়ে দেশব্যাপী জারি করা দেড় বছর ধরে চলা জরুরি অবস্থা তুলে নিয়েছে ব্রাজিল সরকার।
জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জিকা ভাইরাসে সংক্রমণের হার প্রায় ৯৫ শতাংশ কমেছে বলে জানান কর্মকর্তারা। এ সময়ে ৭ হাজার ৯১১ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বছর একই সময়ে যে সংখ্যা ছিল এক লাখ ৭০ হাজার ৫৩৫। ২০১৫ সালের মাঝামাঝিতে ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব হয়। ২০১৬ সালে ব্রাজিল অলিম্পিকের সময় জরুরি অবস্থা সর্বোচ্চ অবস্থায় ছিল। প্রায় ৩০টি দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি