ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জিতলেই সেমিফাইনালে বাংলাদেশ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৬ নভেম্বর ২০২২

চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের শেষ দিনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের সামনে অনেক যদি-কিন্তুর সমীকরণ ছিল। এরসঙ্গে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ার বিষয়টিও ছিল সাকিব আল হাসানের দলের সামনে।

তবে সেইসব সমীকরণ অনেকটাই সহজ করে দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের কাছে অ্যাডিলেড ওভালে মাস্ট উইন ম্যাচেই হেরে গেছে প্রোটিয়ারা। ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে টেম্বা বাভুমার দল। যাতে এখন কপাল খুলে গেল বাংলাদেশের। অবশ্য একই সুযোগ থাকছে পাকিস্তানেরও।

এদিন একই ভেন্যূতে হওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি তাই এখন রূপ নিয়েছে অলিখিত কোয়ার্টার ফাইনালে। যেখানে যে দল জিতবে, তারাই খেলবে সেমিফাইনালের মঞ্চে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম কিছুটা আক্ষেপে বলেছিলেন, ‘সেমি-ফাইনালে খেলতে পারা আমাদের (বাংলাদেশ) হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে।’

তবে এই মুহূর্তে সেই দুর্ভাগ্যটা কেটে গিয়ে দেখাচ্ছে সৌভাগ্যের পথ। এখন কেবল পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। অবশ্য পাকিস্তানকে হারানোর পূর্ণ আত্মবিশ্বাসও রয়েছে টাইগারদের।

এই বিষয়ে শ্রীরাম বলেছেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে, পাকিস্তানকে হারাতে পারি।’ এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জিতলেই সাকিবের কথা মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়া বাংলাদেশকেই দেখবে বিশ্ব।

সেই লক্ষ্যে এদিন টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এদিন একাদশে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে টাইগাররা। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি