ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন তার ভাইঝি।

তিনি জানিয়েছেন মাত্র ১৮ বছর বয়সে তাকে যৌন নির্যাতন করেছিলেন এই অভিনেতা।

ওই ভাইঝি হিমাচল প্রদেশ পুলিশের কাছে প্রবীণ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি ঘটানোর সময় জিতেন্দ্রর বয়স ছিল ২৮। অন্যদিকে, তিনি তখন ১৮ বছরের যুবতী। সেই সময় কাকার যৌন নির্যাতনের শিকার হন। শুটিং দেখাতে নিয়ে যাওয়ার নাম করেই দুষ্কর্মটি ঘটিয়েছিলেন এই বলি অভিনেতা। এমনটাই অভিযোগ করেছে ভাইঝি।

বর্তমানে জিতেন্দ্রর বয়স ৭৫। আর অভিযোগকারিনী ৬৫ বছর বয়সী।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি