ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জিতের নতুন সিনেমার গান প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১৯ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:০৪, ১৯ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি জিতের নতুন সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ করা হয়েছে। সোমবার ইউটিউবে গানটির লিঙ্ক শেয়ার করেছেন অভিনেতা জিত।

আগামী বছর জানুয়ারি মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে নতুন এই সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’। জিতের বিপরীতে বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা রয়েছে সিনেমাটিতে। জিত ও নুসরাত দুজনেই পুলিশের ভূমিকায় অভিনয় করবেন বলে শোনা গেছে।

‘ইন্সপেক্টর নটি কে’র প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও জিত ফিল্ম ওয়ার্কস। গত ৩০ নভেম্বর নিজের জন্মদিনেই ভক্তদের উপহার দিয়েছিলেন তার আপকামিং সিনেমা ‘ইন্সপেক্টর নটি কে’র ফার্স্ট লুক। এবার তিনি প্রকাশ করলেন ‘ইন্সপেক্টর নটি কে’র সিনেমার প্রথম গান।

সূত্র : জি নিউজ

এসএ/

গানটি দেখতে ক্লিক করুন :

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি