ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জিপিএ-৫ এর হার কমার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩৩, ২৪ ডিসেম্বর ২০১৮

চতুর্থ বিষয় ফল মূল বিষয়ের সঙ্গে যুক্ত না করার কারণে জিপিএ-৫ এর হার কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার গণভবনে ২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ও প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ফল হস্তাস্তরকালে তিনি একথা বলেন। 

এসময় প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রধানরা।

এ দুই পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। জেএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ এবং জেডিসিতে পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন পরীক্ষার্থী।

ধারাবাহিকভাবে পরীক্ষার ফলাফলে সব সূচকেই এবার অবনতি হয়েছে। কমেছে পাসের হার ও জিপিএ ৫। গতবছর পাসের হার ৮৩.৬৫ শতাংশ, তার আগের বছর ছিল ৯৩.০৬। জিপিএ ৫ প্রাপ্তি ছিলো লাখ ৯১ হাজার ৬২৮ জন; গত বছর যা ছিল দুই লাখ ৪৭ হাজার ৫৮৮।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি