ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিম বিউটির প্রেমে বিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

কানাডিয়ান গায়ক ও সুরকার জাস্টিন বিবারের সঙ্গে সেলেনা গোমেজের সম্পর্কের বিষয়ে কে না জানে? সম্প্রতি এ জুটির মধ্যে টানাপোড়েন শুরু হয়। এজন্য বিবার অনেকটা হতাশও বটে। চলতি মাসে তার বিশ্ব ভ্রমণও বাতিল করেন। কিন্তু এরই মধ্যে বিবার জন্ম দিয়েছেন নতুন খবরের।

এবার নাকি বিবার জর্জিয়ান এক জিমনেশিয়ানের প্রেমে পড়েছেন!

খোলাসা করে বলি, একটি অ্যানার্জি ড্রিংকসের মডেল হয়েছেন বিবার। সেই এ্যনার্জি ড্রিংকসের ছবিসহ পোষ্ট করেন মডেল নিজেই। ছবিটি জাস্টিন বিবারের নজরে আসে। ছবির নিচে বিবার নিজে হার্ট ইমোজি দিয়ে বিবার লিখেন কে তুমি? বিষয়টি দেখে প্রথমে সেই নারী নিজেকে বিশ্বাসই করতে পারছিলেন না। অবশ্য পরবর্তীতে তিনি বিবারকে না করে তার বয়ফ্রেন্ডের ছবিসহ পোষ্ট করেছেন। তবে এ ঘটনাটি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। মুহুর্তের মধ্যেই আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি