জিমন্যাস্টিকসে দেশসেরা কোয়ান্টাম
প্রকাশিত : ১৫:১৮, ৪ মার্চ ২০২৩
জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩। দেশের ৮ টি বিভাগের নির্বাচিত ৫২ জন জিমন্যাস্ট জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২১ জন জিমন্যাস্ট জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।
১-৩ মার্চ, ২০২৩ তারিখে আয়োজিত এই গেমসে তরুণ ও তরুণী জিমন্যাস্টরা ১১ টি ক্যাটাগরিতে মোট ৫০ টি পদকের প্রতিযোগিতায় নামে।
এর মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা জয় করে ৩৪ টি পদক। এই ৩৪ টি পদকের মধ্যে ১৩ টি স্বর্ণ, ১৩ টি রৌপ্য ও ৮ টি ব্রোঞ্জ পদক রয়েছে।
এই প্রতিযোগিতার মোট ১৬ টি স্বর্ণ পদকের মধ্যে কোয়ান্টারা জয় করে ১৩ টি স্বর্ণ। শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় জিমন্যাস্টিকস। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১ মার্চ, ২০২৩ তারিখে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ জিমন্যাস্টিকস প্রতিযোগিতাটি উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস্ ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।
৩ মার্চ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের জাতীয় কোচ চো সুং ডং।
এসবি/