ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৫ জুলাই ২০১৮

ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌছে গেছে পাকিস্তান৷ এর আগে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম দু’ম্যাচে জিতে আগেই ফাইনালের পথে পা বাড়িয়ে রেখেছে অজিরা৷

গতকাল বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান৷ সলোমন মায়েরের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে নির্দারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে জিম্বাবুয়ে৷ মায়ের ৬৩ বলে ৯৪ রান করে আউট হন৷ ৬টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি৷

জিম্বাবুয়ের হয়ে টি-২০ ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস৷ এর আগে ২০১৬ সালে বাংলাদেশের বিরুদ্ধে হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের ইনিংসটিই ছিল কোনো জিম্বাবুয়ে ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত টি-২০ ইনিংস৷

 অধিনায়ক মাসাকাদজা এদিন ২ রানে আউট হন৷ মুসাকান্দা করেন ২২ বলে ৩৩ রান৷ ২৬ বলে ২৪ রান করেছেন ওপেনার ঝুয়াও৷ পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ আমির, ফাহিম আশরাফ, শাদব খান ও হুসেন তালাত৷

জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৩ রান তুলে নেয় পাকিস্তান৷ উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান ৪৭, হারিস সোহেল ১৬ ও হুসেন তালাত ৪৪ রান করে আউট হন৷ সরফরাজ ৩৮ ও শোয়েব মালিক ১২ রান করে অপরাজিত থাকেন ৷

জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মফু, মাসাকাদজা ও মায়ের৷ দল হারলেও অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন মায়ের ৷ আজ অষ্ট্রেলিয়র বিপক্ষে ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি