ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিলেন এবাদত-সাইফউদ্দীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ১৯ অক্টোবর ২০১৮

জিম্বাবুয়ের প্রস্তুতি ম্যাচে লড়াই করলেন কেবল হ্যামিল্টন মাসাকাদজা। অধিনায়ককে খানিকটা সঙ্গ দিলেন এল্টন চিগুম্বুরা। তবে দুর্দান্ত বোলিংয়ে অতিথিদের কম রানে গুটিয়ে দিয়েছেন এবাদত হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। তাতে ১৭৯ রানের ছোট লক্ষ্য পেল বিসিবি একাদশ।

শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫ ওভার ২ বলে ১৭৮ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

এবাদত হোসেন চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দীনের বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাঝে তাদের বিশ্রাম দেন অধিনায়ক, জুটি গড়ে ফেলে জিম্বাবুয়ে। শেষে আবার আক্রমণে আসেন এবাদত ও সাইফ। আবারও এ দুজনের তোপে দিশেহারা হয়ে যায় সফরকারীরা।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করে ফেরেন মাসাকাদজা। তার উইকেট দিয়েই এবাদত পূরণ করেন নিজের পাঁচ উইকেট। মাত্র ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। ৪৬তম ওভারের দ্বিতীয় বলে ডোনাল্ড তিরিপানোকে বোল্ড করে জিম্বাবুয়ের ইনিংসে সিলমোহর বসিয়ে দেন সাইফ। ৭ ওভার ২ বোলে ৩২ রান খরচায় তিনটি উইকেট নেন সাইফ। এছাড়া মোহর শেখ ও ইমরান আলী নেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

৪৫ দশমিক ২ ওভারে ১৭৮ (হ্যামিল্টন মাসাকাদজা ১০২, আরভিন ১, টেইলর ৬, উইলিয়ামস ১, রাজা ৯, মুর ৪, চিগুম্বুরা ৪৭, মুসাকান্দা ০, মাভুটা ০, টিরিপানো ৩, ওয়েলিংটন মাসাকাদজা ০*; এবাদত ৫/১৯, সাইফ ৩/৩২, মোহর ১/১৮, সৌম্য ০/৯, ইমরান ১/২৮, নাঈম ০/৩২, আরিফুল ০/১৪, মোসাদ্দেক ০/১৩, আফিফ ০/১৩)।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি