ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন রোজ টেইলরের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৫৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬

ব্রেন্ডন রোজ টেইলর। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। খুব কম সময়ে ক্রিকেটে অসাধারণ নৈপূন্য দেখিয়ে খ্যাতি কুড়িয়েছেন সমর্থকদের কাছে। ১৯৮৬ সালে ৬ই ফেব্রুয়ারী জিম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহন করেন ব্রেন্ডন টেইলর। দর্শক চলুন আজ টেইলরের ৩০তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayপুরো নাম ব্রেন্ডন রোজ টেইলর। তবে, সবার কাছে টেইলর নামেই বেশি পরিচিত এই ডান হাতি ব্যাটসম্যান। জিম্বাবুয়ের দলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন এই উইকেটরক্ষক। ২০০৪ সালের ৬ই মে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক হয় তাঁর। ১৬৭টি ম্যাচ খেলে রান করেছেন ৫২৫৮। আর বল হাতে উইকেট পেয়েছেন ৯টি। টেইলর ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সাদা জার্সিতে মাঠে নামেন টেইলর। টেস্টে ২৩ ম্যাচে খেলে করেছেন ১৪৯৩ রান। আর ২০১৩ সালে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ১৭১ রান করেন বাংলাদেশের বিপক্ষে। আর সাদা জার্সিতে ম্যাচ সেরা দুইটি পরষ্কার পান বাংলাদেশের বিপক্ষে। ২০১৩ সালে সর্ব শেষ টেস্ট ম্যাচ খেলেন পাকিস্তানের বিপক্ষে। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ঘরোয়া ক্রিকেট লিগেও মাঠ মাতিয়েছেন টেইলর। খেলেছেন বিপিএলের চিটগং কিংস, আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, নর্দানস ও ওয়েলিংটন দলে। আর ২০১৫ সাল থেকে নটিংহাম শায়ারের হয়ে খেলে যাচ্ছেন এই জিম্বাবুয়েন ক্রিকেটার। ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ক্যারিয়ারের সব শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১১০ বল খেলে করেন ১৩৮ রান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি