ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এলটন চিগাম্বুরার জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২০, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ০৭:২৪, ২৮ মার্চ ২০১৭

এলটন চিগাম্বুরা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। একজন সফল অলরাউন্ডার। তিনি জন্মগ্রহন করেন ১৯৮৬ সালের ১৪ই মার্চ। দর্শক চলুন চিগাম্বুরার জন্মদিনে জেনে নেই তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayজিম্বাবুয়ের এ ক্রিকেটারের নাম এলটন চিগুম্বুরা। বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ে সমান পারদর্শী এ অলরাউন্ডার। মিডল অর্ডারে আক্রমণাত্বক ব্যাটিং করে থাকেন তিনি। তবে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন একজন পেসর হিসেবে। ফিল্ডিংয়েও যথেস্ট সুনাম কুড়িয়েছেন এই জিম্ববুয়ান। কুইন্স পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে চার ক্যাচ লুফে দারুণ নৈপুণ্য দেখান তিনি। ১৫ বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন ক্রিকেটে। নৈপুন্য দেখিয়ে জায়গা করে নেন অনুর্ধ-১৯ বিশ্বকাপ স্কোয়াডে। অস্ট্রোলিয়ার বিরুদ্ধে একাই চার উইকেট নিয়ে দলকে এনে দেন অনুর্ধ-১৯ বিশ্বকাপের শিরোপা। ২০০৪ সালে ১৮ বছর বয়সে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জাতীয় দলের হয়ে। চিগাম্বুরা ১৯৯টি একদিনের ম্যাচে ৪১৭৯ রান করেছেন। যার মধ্যে ২টি শতক ও  ১৯টি অর্ধশতক রয়েছে। আর বল হাতে নিয়েছেন ১০১ উইকেট। টেস্ট ম্যাচ খেলেছেন ১৪টি। রান করেছেন ৫৯৬। টেস্ট উইকেট নিয়েছেন ২১ টি। মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও, দলের প্রয়োজনে আবারো ফিরে এসেছেন এ জিম্বাবুয়ের অলরাউন্ডার।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি