ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার প্রোসপার উতসেয়ার জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২১, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:২৫, ২৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

প্রোসপার উতসেয়া। জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। ছিলেন দলের অধিনায়কও। একজন দক্ষ স্পিনার। উতসেয়ার জন্ম জিম্বাবুয়ের হারারেতে ১৯৮৫ সালের ২৬শে মার্চ। দর্শক আজ উতসেয়ার জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। bdayপুরো নাম প্রোসপার উতসেয়া। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বোলার এবং সাবেক অধিনায়ক। ১৯৯৫ সালের ২৬শে মার্চ ািজম্বাবুয়ের হারারেতে জন্মগ্রহণ করেন এ তারকা ক্রিকেটার। উতসেয়া জিম্বাবুয়ের ওয়ানডে দলের ১৩তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পান ২০০৬ সালে। ২০১০ সালে অধিনায়কের পদ থেকে ইস্তফা দেন এই বাহাতি স্পিনার। উতসেয়া একইসঙ্গে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক। ক্যারিয়ারে ৪টি টেস্ট খেলে ১০৭ রান করার পাশাপাশি১০টি উইকেট নিয়েছেন উতসেয়া। আর ১৬১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে এক হাজার চার’শ ছয় রান করার পাশাপাশিউইকেট নিয়েছেন ১৩২টি। জিম্বাবুয়ের সফলতম অধিনায়কের তালিকায় অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালেস্টার ক্যামবেলদের পাশাপাশি উতসেয়ার নামও উল্লেখ করা হয়ে থাকে। ২০০৪ সালের ২০শে এপ্রিল ওয়ানডে দলে যোগ দেন উতসেয়া। ৬ই মে তিনি দলের হয়ে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ২০০৬ সালে সবচেয়ে কম ইকোনোমি রেটের স্পিনার হিসেবে ক্রিকইনফোর র‌্যাংকিংয়ে জায়গা পান উতসেয়া। যদিও তখন মুত্তিয়া মুরালিধরনের ইকোনোমি রেট ছিল ৩.৮৫। তবে উতসেয়াই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার যিনি ৪ ওভারের পূর্ন কোটা পূরণ করে মাত্র ৬ রান দেয়ার রেকর্ড গড়েছেন। ২০১৩ সালে টেস্ট এবং ২০১৫ সালে ওয়ানডে থেকে অবসর নেন প্রোসপার উতসেয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি