ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জিরোনাকে হারিয়ে বার্সেলোনার মধুর প্রতিশোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪

স্প্যানিশ লা লিগায় জিরোনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো বার্সেলোনা। এই জয়ে রিয়ালের চেয়ে আরও এগিয়ে গেলো বার্সা।

গত আসরে দুইবার মুখোমুখি লড়াইয়ে জিরোনার কাছে হেরেছিল কাতালানরা। হ্যান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সেলোনা তাদের মাঠেই বড় জয়ে মধুর প্রতিশোধ নিলো বার্সেলোনা। 

জোড়া গোল করে সফরকারীদের জয়ে বড় ভূমিকা রাখেন লামিনে ইয়ামালে। এছাড়া একটি করে গোল করেন পেদ্রি ও দানি ওলামা। 

জিরোনার সান্ত্বনাসূচক গোলটি করেন স্টুয়ানি। 

এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি