ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

জিল্লুরের মতো বহু মানুষের ভাগ্য পুড়েছে ধলেশ্বরী দূষণে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৯ জুলাই ২০২২ | আপডেট: ১৭:২৫, ৯ জুলাই ২০২২

থাকবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। হবে পরিবেশবান্ধব চামড়াশিল্প নগর। এমন কথা শুনে হাজারীবাগ থেকে হেমায়েতপুরে এসেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু কথা রাখেনি বিসিক। মাঝ থেকে ধলেশ্বরী এখন দুর্গন্ধযুক্ত মুমূর্ষু নদ।

মৎস্যজীবী-জিল্লুর মিয়া। গত ৩০ বছর ধরে মাছ মারেন ধলেশ্বরী নদীতে। 

ধানমন্ডি-হাজারীবাগের চামড়াশিল্প ধলেশ্বরীপাড়ে স্থানান্তরের পর সাংসারিক টানাপড়েনের মুখোমুখি জিল্লুরের পরিবার।  

জিল্লুর বলেন, "

জিল্লুরের মতো বহু মানুষের ভাগ্য পুড়েছে ধলেশ্বরী দূষণের কারণে। কিন্তু কেনো?

কারণ ধলেশ্বরীসংলগ্ন সাভারের হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর চিত্র ভয়াবহ। 

ট্যানারির কঠিন-বর্জ্য নদীতে ফেলার ব্যাপারে কারও কোনো বিধিনিষেধ নেই।

স্থানীয় একজন ট্যানারি শ্রমিক বলেন, এই ট্যানারির সব বর্জ্যই তারা নদী তীরে ফেলেন। 

আরেক শ্রমিক বলেন, "পরিবেশের ক্ষতি হলে তো আমাদের করার কিছু নাই, এখানে কোম্পানি আছে, সরকার আছে।"

হিসাব বলছে প্রতিদিন ৪০ হাজার ঘন মিটার বর্জ্য উৎপন্ন হয় এই ট্যানারিতে; সিইটিপির সক্ষমতা ২৫ হাজার ঘন মিটার। তাহলে দৈনিক পরিবেশে মিশছে,  ১৫ হাজার ঘনমিটার বর্জ্য।

অনুসন্ধান বলছে, সিইটিপি বা সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের নকশা ছিল ভুলে ভরা। এটি স্থাপনও করেছে বিতর্কিত প্রতিষ্ঠান। 

এ কারণে ইউরোপ-আমেরিকাসহ অন্য দেশের প্রতিষ্ঠানগুলো ক্রমশ বাংলাদেশবিমুখ হচ্ছে।

এ বিষয়ে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, "মাহামান্য আদালত হাজারিবাগে সব সেবা সংযোহ বিচ্ছিন্ন করে দেওয়ার নির্দেশ দেওয়ার আমরা এখানে আসছি।"

এপেক্স ট্যানারী লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এম. এ মাজেদ বলেন, "দুনিয়ার ক্ষক্ষতি করে, চামড়ার সব যন্ত্রপাতি নিয়ে এসে হাজির হলাম কিন্তু এখানে এসে দেখি কিছুই নাই।"

তরল বর্জ্যের পাশাপাশি পশুর জৈব উপাদানও শোধন ছাড়াই ডাম্পিং ইয়ার্ডে ফেলা হয়। এতে পচাঁ-গলা এসব বর্জ্য প্লাবিত হয়ে মিশছে, নদীর পানিতে। 

এবিষয়ে রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ বলেন, "আগে একটি নদী দূষিত হত, এখন তিনটি নদী দূষিত হয়। একটা ত্রুটিপূর্ণ ইটিপি তৈরি করা হয়েছে, তারপরেও সেটা ফাংশনাল না।"

প্রযুক্তি ব্যবহার না করে দুটি পুকুর কেটে আপাতত এই ঈদ পার করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। 

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা জানান, "টেকনোলজিক্যালভাবে এবারে সম্ভব হয়নি, এই পুকুরগুলোতে আপাতত এই বছরের কোরবানির ঈদ পার দেওয়া হবে, পরবর্তীতে আমাদের বড় প্ল্যান রয়েছে।"

সুবিধা নিশ্চিত না করে চামড়া ব্যবসায়ীদের হেমায়েতপুরে এনে স্বতন্ত্র ইটিপি স্থাপনের চাপ দিচ্ছে বিসিক। অথচ ব্যয়বহুল ইটিপি প্ল্যান্ট করার সামর্থ নেই ট্যানারি মালিকদের।  

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি