ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৯, ১৪ মে ২০১৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম পরিচালনায় ফের  আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মামলার প্রধান আসামী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন হাইকোর্টের দুটি বেঞ্চ। বিচারকদের প্রতি অনাস্থা জানিয়ে আদালত বদলের আবেদন মঞ্জুরের দেড় মাস পর গত ২৬ এপ্রিল দুদকের এ মামলায় ফের আদালত পরিবর্তন চেয়ে আবেদন জানান খালেদা জিয়া। আবেদনে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিলো। তবে এ আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি