জিয়া অরফানেজ মামলায় রায়ের কপি সোমবার
প্রকাশিত : ১৫:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে ঘোষিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সত্যায়িত কপি আগামীকাল সোমবার দেওয়া হবে। আজ রোববার খালেদা জিয়ার আইনজীবীদের এ কথা জানিয়েছেন আদালত।
রোববার সকালে রায়ের কপির জন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে আবেদন করেন। এর পর আদালতে আবেদনের বিষয়ে শুনানি হয়। এতে সানাউল্লাহ মিয়াসহ ১০ জনেরও বেশি আইনজীবী অংশ নেন। শুনানি শেষে বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়ার আইনজীবীদের বলেন, আজ রায় দেয়া যাবে না, সোমবার দেয়া হবে।
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দেন আদালত। রায়ের পর তাঁকে কারাগারে নেওয়া হয়। তখন রায়ের কপি তুলে যত দ্রুত সম্ভব আপিল ও জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় অন্য ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।
একে// এআর
আরও পড়ুন