ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জিয়া পরিবারের পাচারকৃত টাকা ফেরত আনা হবে : হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৪৮, ৩ ডিসেম্বর ২০১৭

জিয়া পরিবারের পাচারকৃত টাকা দেশে ফেরত আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘জিয়া পরিবার কর্তৃক সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার ও দ্রুত বিচারের দাবিতে’ আয়োজিত এ মানববন্ধনে তিনি বলেন, খালেদার পরিবারের বিদেশে পাচারকৃত সব টাকা বাজেয়াপ্ত করে দেশে ফেরত আনার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, সংবিধান অনুসারে দলীয় সরকারপ্রধান শেখ হাসিনার অধীনে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকেই তত্ত্বাবধায়ক সরকারের ধারণা এসেছিলো। এখন আর তত্ত্ববধায়ক সরকার জীবিত নেই। মৃত তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না। তাছাড়া নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আসরারুল হাসান আসুল। এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

 

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি