ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা করলে সরকারকে মূল্য দিতে হবে: ফখরুল

প্রকাশিত : ১২:০২, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:০২, ১০ সেপ্টেম্বর ২০১৬

সংসদ ভবন এলকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর চেষ্টা করলে সরকারকে মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি। পদক কেড়ে নেয়ার সিদ্ধান্ত সরকারের হীনমনত্য বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের পদক সরিয়ে ফেলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির বেশকয়জন সদস্য অংশ নেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন, পদক আর কবর সরিয়ে ফেললেও জিয়াউর রহমানের অবদান মুছে ফেলা যাবে না। এদিকে, সকালে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী মহিলা দল। সেসময় মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের পদক সরিয়ে নেয়ার অর্থ মুক্তিযোদ্ধাদের অসম্মান করা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি