ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জি২০ সম্মেলন সফল করতে যে আহ্বান জানালেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ২৬ আগস্ট ২০২৩

সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলনে। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নেবেন। তাদের আতিথেয়তার জন্য থাকবে কড়া নিরাপত্তাসহ নানা আয়োজন। এর ফলে কিছুটা অসুবিধায় পড়তে হতে পারে জনগণকে। অসুবিধা হওয়া সত্ত্বেও সম্মেলন সফল করতে জনগণকে সহায়তার আহ্বান জানিয়েছেন মোদি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ থেকে ১০ সেপ্টেম্বর রাজধানীতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইউরোপীয় ইউনিয়ন এবং আমন্ত্রিত অতিথি দেশগুলির ৩০টির বেশি রাষ্ট্রপ্রধান এবং শীর্ষ কর্মকর্তারা এবং ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

দুই দেশের সফর থেকে ফিরে বিমানবন্দরে একটি সংবর্ধনার সময় প্রধানমন্ত্রী মোদি জি২০ শীর্ষ সম্মেলনের ব্যবস্থার কারণে তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হতে পারে তার জন্য জনগণের কাছে আগাম ক্ষমা চেয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি বলেন, ‘পুরো দেশ জি২০ সম্মেলনের আয়োজক, কিন্তু অতিথিরা দিল্লিতে আসছেন। জি২০ শীর্ষ সম্মেলন সফল করার জন্য দিল্লির বাসিন্দাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে। তাদের নিশ্চিত করতে হবে দেশের সুনাম যেন একটুও ক্ষতিগ্রস্ত না হয়।’

দক্ষিণ আফ্রিকা এবং গ্রীস সফর থেকে ফিরে তিনি বেঙ্গালুরুতে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিয়েছেন। এখানে তিনি চন্দ্রযান-৩ এর সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তখন তিনি বলেন, বিশ্ব নেতাদের আগমনের কারণে ট্রাফিক নিয়ম পরিবর্তন করা হবে। এজন্য দিল্লির বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হতে পারে।

মোদি বলেন, ‘৫ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনেক অসুবিধা হবে এবং আমি তার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী। এরা আমাদের অতিথি, ট্রাফিক নিয়ম পরিবর্তন করা হবে। আপনাদের বেশ কয়েকটি জায়গায় যেতে বাধা দেওয়া হবে তবে এগুলো প্রয়োজনীয়। দিল্লির বাসিন্দারা সম্মেলনের জন্য একটি বড় দায়িত্ব পেয়েছে। জাতীয় পতাকা যেন গর্বের সঙ্গে উঁচুতে উড়তে পারে সে দায়িত্ব আপনাদের হাতে।’

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি