ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে : রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২২ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে৷ দিনমজুর-শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো চালক দলের বিক্ষোভে তিনি এসব কথা বলেন।
 
রিজভী অভিযোগ করে বলেন, ছাত্রলীগ ও যুবলীগকে হত্যার লাইসেন্স দেয়া হয়েছিল। আর শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করতেন।
  
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কারাগারে সালমান এফ রহমান বহাল তবিয়তে আছে শুনি। সেখানে সে খুব তৎপরতা চালাচ্ছে। তিনি লুটপাট করে দেশকে সর্বশান্ত করে দিয়েছেন৷ এই টাকাগুলো কই?
 
রিজভী আরও বলেন, জনগণের দুর্ভোগ আগের মতোই আছে৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগের মতোই আছে।

এ সময় অন্তর্বর্তী সরকারকে জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের দায়িত্ব নেয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি