ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

‘জীবনস্মৃতি’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ১৪ মার্চ ২০২৪

শিক্ষক আফসার উদ্দীন আহমেদ (১৯২৮-২০১৪) রচিত ‘জীবনস্মৃতি’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
 
সম্প্রতি ঢাকার শান্তিনগরে কুষ্টিয়া জেলা সমিতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে আফসার-রোকেয়া ফাউন্ডেশন।

বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো.আকতার-উজ-জামান, গ্রাফোসম্যান পাবলিকেশনের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, আইনজীবী ও গণ বিশ্ববিদ্যালয় সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্তোজা আলী বাবু, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক  মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. সিরাজুল ইসলাম দুলাল, আসমাস উদ দৌলা কিরণ, ড. মোহাম্মদ জহুরুল ইসলাম ও  মো. আশেকুল ইসলাম।

বক্তারা বলেন, গ্রন্থটি সমসাময়িক সময়ে লেখকের দৈনন্দিন জীবনের ঘটনাবলীই আলোচিত হয়নি সেইসঙ্গে কুষ্টিয়া অঞ্চলের আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থা, দর্শন, সাহিত্য, লেখকের ভ্রমণ বৃত্তান্ত, লোকজ সংস্কৃতি, লেখকের শিক্ষা, কর্মজীবন প্রভৃতি বিষয় ফুটে উঠেছে। 

বইটির অংশবিশেষ পাঠ করেন তাহমিনা শাম্মী।

মেজর ( অব.) রেজাউল মোস্তফা মো. আসাদ উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও গবেষক মোহাম্মদ মাহমুদুজ্জামান। 

বইটি প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন, ঢাকা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি